রৌমারীতে বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে মানুষ!

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে এক পাল হাতি নেমে এসে সীমান্ত এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এ কারণে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার ৪টার দিকে উপজেলার বেহুলারচর সীমান্ত দিয়ে এক পাল হাতি বাংলাদেশের অভ্যন্তরে নেমে আসে।

গয়টাপাড়া গ্রামের শাজামাল নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, হাতির পালে ১৬টিরও বেশি হাতি রয়েছে। হাতিগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যে তারা গয়টাপাড়া সীমান্ত এলাকার ধান ক্ষেত, সরিষা ক্ষেত, আখ ক্ষেত ও  ভুট্টা ক্ষেতে প্রবেশ করে ফসলের ব্যাপক ভাঙচুর করেছে।

গয়টাপাড়া গ্রামে কৃষক আব্দুল খালেক, জহেদ আলী, ফরিদ মিয়া জানান, আখ ক্ষেতে বন্য হাতির পাল ডুকে ব্যাপক ভাঙচুর করছে। আমরা কৃষক আমাদের কৃষি জমি ফসল রক্ষা করতে পারতেছিনা এত টাকা দামের সার কিনা জমিতে ফসল চাষ করছি। আমাদের ফসল রক্ষায় প্রশাসনের কোন উদ্যোগ নেই, রাত থেকে হাতির পাল আইছে এহন জমির ফসল খায়তেছে।

এ ঘটনায় রৌমারী সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন গয়টাপাড়া এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য আফসার আলী।
রৌমারী গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমা পিলার নং ১০৬০ সীমান্ত এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এ রির্পোট লেখা পর্যন্ত গয়টাপাড়া গ্রামের নাসির উদ্দিনের আখ ক্ষেতে বন্য হাতির পালটি অবস্থান করছে।

LEAVE A REPLY