সোসাইটিনিউজ ডেস্ক: শান্তির ধর্মই ইসলাম। ইসলামে সর্বপ্রথম বলতে বোঝানো হয়েছে, প্রথম নবী কে? প্রথম শহীদ কে? বলতে গেলে প্রথম অবস্থানে যা আছে তা। আমরা কি সেগুলো জানি? মুসলমানদের জন্য এ তথ্যগুলো জানা খুব প্রয়োজন। যা জানা প্রত্যেকটি মুসলমানদের জন্য জরুরী।
* কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন-
- জামাতের নামায ইসলামের সর্বপ্রথম সামাজিক সংগঠন।
- ইসলামে সর্বপ্রথম তীর চালান সাহাবি হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রাঃ)।
- ইসলামে সর্বপ্রথম শহীদ হন হযরত সুমাইয়া (রাঃ)।
- ইসলামের প্রথম পুরুষ শহীদ হযরত হারিস ইবনে আবী হালাহ (রাঃ)।
- সর্বপ্রথম নারী হিসেবে ইসলাম ধর্ম গ্রহন করেন বিবি খাদিজা (রাঃ)।
- সর্বপ্রথম মুয়াজ্জিন হযরত বেলাল (রাঃ)।
- পবিত্র কুরআনের প্রথম সূরা আল-ফাতেহা।
- সবচেয়ে দীর্ঘ সূরা আল-বাকারা।
- সবচেয়ে ছোট সূরা আল-কাওসার।
- মদিনায় সর্বপ্রথম ইসলামে প্রভাবিত যুবক হজরত সোওয়াইদ ইবনে সালত।
- সর্বপ্রথম সুরা আলাক পবিত্র কুরআনে নাযিল হয়।
- সর্বশেষ সূরা নাস নাযিল হয়।
- সূরা-আত তাওবার পূর্বে বিসমিল্লাহ রাহমানির রাহীম নেই।
- সর্বপ্রথম নারী হিসেবে জান্নাতে প্রবেশ করবেন হযরত ফাতেমা(রা)।
- সর্বপ্রথম প্রিয় নবী হযরত মোহান্মদ(সা) এর রুহু তৈরী হয়।
- দুনিয়াতে প্রথম কবর দেওয়া হয়েছিল হযরত আদম (সা) এর পুত্র হাবিলকে।
- সবচেয়ে বেশী দিন জীবিত ছিলন হযরত আদম আ: সা(১০০০বছর)।
- কোন নবী দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন জানেন? তিনি হলেন হযরত ঈসা (আ)।
- কেয়ামতের আগে মুসলমানদের দুর্দশায় কার আর্বিভাব ঘটবে জানেন? তিনি ইমাম মেহেদী।
- আল্লাহর আরশবাহী ৮জন।
- পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)।
- বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হযরত আলী (রাঃ)।
- ক্রীতদাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হযরত যায়ীদ (রাঃ)।
- ইসলামে প্রথম গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হযরত খোবাইব ইবনে আলী (রা)।
- ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ (প্রত্যক্ষ)।
- আযানের পদ্ধতি প্রথম স্বপ্ন দেখেন হযরত আবদুল্লাহ বিন যায়িদ (রাঃ)
- ইসলামের প্রথম ঘর কা’বা ঘর।
- ইসলামের সর্বপ্রথম মসজিদ কুবায় নির্মিত মসজিদ।
- প্রথম গঠিত সমাজকল্যাণ সংগঠন হিলফুল ফুযুল।
- প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া (রাঃ)।
- ঈদের সালাত প্রথম আদায় হয় ৬২৩ খ্রিষ্টাব্দে।
- প্রথম জাহান্নামে যাবে কাবিল।
- প্রথম খুনী কাবীল।
- প্রথম ইসলামী মুদ্রা চালু করেন হযরত উমর (রা)।
- প্রথম আকাইদ মুদ্রা চালু করেন হযরত আমির মুয়াবিয়া(রা)।
- ইসলামের প্রথম প্রথম সস্ত্রীক হিজরতকারী হযরত উসমান (রা) (সাহাবাদের মধ্যে)।
- ইসলামের প্রথম ডাক বিভাগের প্রথা চালুকারী হযরত মুয়াবিয়া (রা)।
- প্রথম মক্কায় নিজ ইসলাম গ্রহণের কথা প্রকাশকারী হযরত জাবির বিন আবদুল্লাহ (রা)
- সর্বপ্রথম ইসলামের শিক্ষাকেন্দ্র দারুল আরকাম (মক্কা)।
- ইসলামের প্রথম হজে নেতৃত্ব দানকারী হযরত আবু বকর(রা)।
- ইসলামের প্রথম কাবা শরীফের স্থাপক আল্লাহ তায়ালা ফিরিশতাদের মাধ্যমে, তারপর আদম (আ)।
- সর্বপ্রথম মসজিদের মেহরাব প্রস্তুতকারী হযরত ইবনে আবদুল আজিজ (র)।
- ইসলামের প্রথম জিহাদের জন্য তরবারী কোষমুক্তকারী হযরত যুবাইর ইবনে আওয়াম (র) [রাসূল (স)- এর ফুফাত ভাই]।
- ইসলামের প্রথম মানবজাতিকে অক্ষর (জ্ঞান) দানকারী হযরত ইদ্রিস (আ)।
- ইসলামের প্রথম কুরআন ও হাদিসের শব্দকোষ সংকলক আবু উবায়দা আল মুসান্না তামিম।
- ইসলামের প্রথম সিরাতে রাসূল (স) সংকলক মুহাম্মদ ইবনে ইসাহাক।
- ইসলামের প্রথম ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ফাযায়েলে কুরআন সংকলক হযরত ইমাম শাফিঈ (রা)।
- ইসলামের সর্বপ্রথম ওহী লেখক হযরত খালিদ ইবনে সাইদ (রা)।
- সর্বপ্রথম কা’বা শরীফে গিলাফ পরান ইয়ামেনের বাদশাহ্ তুব্বা।
- সর্বপ্রথম নৌকা তৈরী করেন হযরত নূহ্ (আঃ)।
- জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের হৃদপিন্ড।
- মৃত্যুর পর লাস বহনে ও কবরে নামাতে সর্বপ্রথম খাটলির উপর পর্দা দেওয়া হয় হযরত ফাতিমা (রাঃ) এর।
- পৃথিবীতে মানব জাতির প্রথম ভাষা হযরত আদম ও হাওয়া (আঃ) এর মুখের ভাষা।