চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো শাপেকোয়েনসেকে

বিমান দুর্ঘটনায় অধিকাংশ খেলোয়াড় হারানো ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা।
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি।

গত সোমবার ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ক্লাবটির ১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তাসহ ওই ফ্লাইটের মোট ৭১ জন প্রাণ হারায়।

বিশ্ববাসীকে নাড়া দেওয়া এই দুর্ঘটনার খবরে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরণের কর্মকাণ্ড স্থগিত করে।

পরে প্রতিপক্ষ দলের চরম ক্ষতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে কনমেবল কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছিল ক্লাব নাসিওনাল।

চ্যাম্পিয়ন শাপেকোয়েনসেকে ২০ লাখ ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। আর নাসিওনালকে দেওয়া হবে ১০ লাখ ডলার।

LEAVE A REPLY