জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরুষ শিক্ষকদের স্ত্রীরা ১৯৮২ সালে ওম্যান’স ক্লাব গঠন করেন। এর সভাপতির পদটি দায়িত্ব পালনকারী ভাইস চ্যান্সেলরের স্ত্রীর জন্য নির্দিষ্ট করা হয়।
বর্তমানে এই সরকারি বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর হচ্ছেন প্রফেসর ড. ফারজানা ইসলাম। তার এই নিয়োগের প্রেক্ষাপটে ৩ দশক পর ক্লাবটির গঠনতন্ত্র সংশোধন করে ‘ওয়াইফ-এর স্থলে স্পাউস শব্দ প্রতিস্থাপন করা হয়।
প্রফেসর ফারজানা সরকারি কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত হওয়ায় তার স্বামীকে “ফাস্ট ম্যান’ হিসেবে ওমেন’স ক্লাবটির সভাপতির দায়িত্ব গ্রহণ করতে হয়।
ড. ফারজানার স্বামী আখতার হোসেন বলেন, খোলাখুলি (ফ্রাঙ্কলি) বলছি, প্রথমদিকে আমি এটিতে অস্বস্তি বোধ করি। এটি মহিলাদের ক্লাব। সবাই এখানে মহিলা। ভেবে পাই না যে তারা আমাকে কিভাবে গ্রহণ করবে।
ব্যবসায়ী ও সাহিত্যিক আখতার হোসেন আরও বলেন, সভাপতির পদটি ভাইস চ্যান্সেলরের স্ত্রীর জন্য নির্ধারিত থাকার কারণেও আমি এ দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলাম। পরে ওয়াইফ শব্দটি স্পাউস শব্দের দ্বারা প্রতিস্থাপিত হলে আমি দায়িত্ব গ্রহণ করি।
নাম প্রকাশ না করার শর্তে অপর একজন সদস্য বলেন, আগে নিজেদের মধ্যে দলাদলির কারণে ক্লাবে কিছু সমস্যা হতো। কিন্তু একজন পুরুষ এই মহিলা ক্লাবটির সভাপতি হওয়ায় অনেক সমস্যা দৃশ্যের অন্তরালে চলে গেছে।