প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসক ডাকা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সহ–প্রচার সম্পাদক আজিজুল হক রানা আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
আজিজুল হক রানা জানান, রাজধানীর গুলশান ২ নম্বরের ওয়েস্টিন হোটেলের পিছনে সানদাদো রেস্টুরেন্টে দুপুর আড়াইটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড বুকে ব্যথা শুরু হলে সেখানেই চিকিৎসক ডাকা হয়। ওই চিকিৎসকই তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ইউনাইটেড হাসপাতালে রাখা আছে।
মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। ছাত্রলীগের একসময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ–সভাপতি ছিলেন এ ছাত্রনেতা।বাবা আইনজীবী ও মা শিক্ষক। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।
শাকিল আওয়ামী লীগের গেলো মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ–প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ সহকারী করেন।
শাকিল একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার অনেক কবিতাই বোদ্ধা মহলে বেশ প্রশংসিত।