বৈঠক করেছেন নওয়াজ ও নতুন সেনাপ্রধান বাজওয়া

নওয়াজ-বাজওয়া

আন্তর্জাতিক ডেস্ক

নিয়োগ পেয়েে এই প্রথমবারের মত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। গতকাল সোমবার নওয়াজ শরিফের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরে বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত পেশাদার বিষয় বৈঠকে আলোচিত হয়েছে।

তবে সূত্রের বরাতে খবরে জানানো হয়, নিয়ন্ত্রণরেখার (এলওসি) সবশেষ নিরাপত্তা-পরিস্থিতি সম্পর্কে নওয়াজকে জানান বাজওয়া। এ ছাড়া পাকিস্তানের ভেতরে সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সেনাপ্রধান।

পরে প্রেসিডেন্ট মামনুন হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন বাজওয়া। প্রেসিডেন্টের বাসভবনে এই সাক্ষাৎ হয়।

LEAVE A REPLY