নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় উভয় পক্ষের বন্দুকযুদ্ধ।
বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হয়। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল,একটি এলজি শাটার গান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার করে।
এদিকে মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত পুলিশ সদস্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলেও জানান ওসি।