ঐতিহাসিক লর্ডসকে বলা হয় ‘ক্রিকেটের মক্কা’। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে কোনো কীর্তি গড়া মানেই ক্রিকেট-দুনিয়ার নজর কেড়ে নেওয়া। এবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ ২০১৬ সালের সেরা বিশ ক্রিকেটারের তালিকা তৈরি করেছে। এতে জায়গা হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
সোমবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ২০১৬ সালের সেরা বিশ ক্রিকেটারের তালিকার ক্রিকেটারদের পরিচিতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও প্রকাশ শুরু করে। এতে বিশ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান।
ভিডিওতে ইংল্যান্ডের মাটিতে সাকিবের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের কিছু ফুটেজ দেখানো হয়। সাকিব সম্পর্কে তাদের মন্তব্য, আইসিসি আন্তর্জাতিক ওয়ানডে অলরাউন্ডার র্যাসঙ্কিংয়ে এক নম্বরে, এক টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট নেয়া তিনজন ক্রিকেটারের মধ্যে অন্যতম, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট লাভ ও ৪০০০ রান সংগ্রহ করা ক্রিকেটার।