সাকিব-মুস্তাফিজের পর কাউন্টিতে সৌম্য-মিরাজ?

সাকিব আল হাসান-তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে কাউন্টি ক্রিকেটে।
ক্লাব ও ক্রিকেটারদের মধ্যে মধ্যস্থতা করার জন্য ইতিমধ্যে লন্ডনভিত্তিক একটি স্পোর্টস ম্যানেজমেন্টের কর্মকর্তা ঢাকায় এসেছেন।সবকিছু ইতিবাচক থাকলে আগামী মৌসুমেই কাউন্টিতে দেখা যেতে পারে সৌম্য ও মিরাজকে।

প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিক চৌধুরী কাউন্টির ক্লাব ও ক্রিকেটারদের মাধ্যম হিসেবে আলোচনা করছেন সৌম্য ও মিরাজের সঙ্গে।

এই কর্মকর্তা বলেন, ‘আমরা মূলত ফুটবলারদের নিয়ে কাজ করি। তবে বাংলাদেশ থেকে আমরা ক্রিকেটার নিয়ে কাজ করতে চাই। বাণিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের ইংল্যান্ডে খেলার ব্যবস্থা করতে চাই। আর এটা এ দেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক হবে।’
তবে এই প্রসঙ্গে সৌম্য-মিরাজ বা বিসিবির পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।

LEAVE A REPLY