ইনজুরির কারণে বাদ পড়লেন পেসার সফিউল

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খুলনা দল থেকে ছিটকে পড়লেন পেসার সফিউল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আজকে রাজশাহী কিংসের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তিনি থাকবেন কিনা তা পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, অনুশীলনের সময় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। অ্যাপোলো হাসপাতালে তার এমআরআই করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে তার অবস্থা কতোটা গুরুতর। সে আসলে অস্ট্রেলিয়া যেতে পারবে কিনা বা কবে যেতে পারবে।

LEAVE A REPLY