পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে ৪১৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দফতরের এক আদেশে বিষয়টি জানানো হয়। তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানায়, বর্তমান সরকারের সময়ে সবচেয়ে বেশি সংখ্যক এসআই’র পদোন্নতির ঘটনা এটাই প্রথম। পদোন্নতি পাওয়া পরিদর্শকদের পুলিশের নবগঠিত বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।