মেহেদী হাসান
তুমি তো চলে গেছ বহুদূরে
অজানা, অচেনা পথ ধরে।
তবুও তুমি অাস ফিরে ফিরে—
হেমন্তের শিশিরকণা হয়ে;
মধ্য দুপুরে রৌদ্রের তীব্রতা লয়ে
মধ্য রাত্রে চাঁদের নিরব অালোর সাথে।
নির্জনে, একলা, নিরিবিলি ভাবি মনে মনে
কেন চলে গেলে! অার কি হবে না দেখা?
এই শহরের পিচ ঢালা পথ
তুমি বিনা বড়ই পিচ্ছিল।
বই মেলার কালো কালো অক্ষরগুলো
তোমার দিকে চেয়ে থাকবে নীরব প্রতীক্ষায়।
তোমার ভক্তকূল নিরবে সংগোপনে উঁকে দিবে
ময়মনসিংহে নিরবে ঘুমানো তোমার বিছনায়।