গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজ নির্মাণসহ কয়েক দফা দাবিতে ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করেছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল পয়েন্টে এই অবরোধ করেন তারা। অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কটিতে যানযচলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল পয়েন্টে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় গণবিশ্বদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীকে। প্রায়ই এই পয়েন্টে দুর্ঘটনায় পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সহস্রাধিক শিক্ষার্থী একজোট হয়ে মহাসড়কে নেমে আসেন। এক পর্যায়ে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা এসময় ঢাকা-আরিচা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি গতিরোধক নির্মাণ, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গণবিশ্ববিদ্যালয়ে যাতায়াতের রাস্তা সংস্কার এবং বাইশমাইল পয়েন্টে সড়ক বাতি স্থাপনের দাবি জানান।

অবরোধের ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY