নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি হতে আসা স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক অবরোধ করবে প্রগতিশীল ছাত্র জোট। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো এ অর্থ আদায় করে থাকে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ব্যাংক অবরোধ করবে তারা। বুধবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।
লিখিত বক্তব্যে তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি’র বাইরে ‘বিভাগ উন্নয়ন ফি’ নামে অতিরিক্ত অর্থ প্রথম বর্ষের ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে। এই ফি বিশ্ববিদ্যালয়ের কোন রশিদে নেওয়া হয় না। উপরন্তু বিভাগগুলো এই ফি যে যার মত প্রতিবছর বাড়িয়ে চলেছে। শুধু এ ধরণের অবৈধ ফি আদায় নয়, নামে বে-নামে বিভিন্ন ধরণের ফি আরোপ, ফি বৃদ্ধিসহ বিভাগগুলো উইকেন্ড কোর্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করছে। তাই প্রগতিশীল ছাত্র জোট এই ফি বাতিলের দাবিতে ব্যাংক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ইমরান নাদিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্ববায়ক মশিউর রহমান প্রমুখ।
ব্যাংক অবরোধের বিষয়ে অবগত নয় জানিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, ‘তারা কেন সাধারণ ছাত্রদের ভোগান্তি দিয়ে ব্যাংক অবরোধ করবে? এটা অযোক্তিক’। বিভাগ উন্নায়ন ফি বাড়নোর প্রসঙ্গে বলেন, ‘গত বছরের চেয়ে এবার অতিরিক্ত টাকা না নেওয়র জন্যে আমারা প্রত্যেক বিভাগকে সতর্ক করে দিয়েছি।’
এর আগে গত ৫ ডিসেম্বর একই দাবিতে ক্যাম্পাসে মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে জাবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আর ভর্তি ফি সহ অন্যান্য অর্থ অগ্রণী ব্যাংক জাবি শাখার মাধ্যমেই জমা দিতে হয় যা আগামীকাল অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।