মেয়র মান্নান কারাগারে

গাজীপুরে সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে চাঁদাবাজি ও মারধরের মামলায় পুলিশ হেফাজতে এক দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় অধ্যাপক এমএ মান্নানকে মঙ্গলবার একদিনের রিমান্ডে নেয় পুলিশ। এর পর রিমান্ড শেষে এই সিদ্ধান্ত দেয় আদালত।

উল্লেখ্য, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গী শিলমুন এলাকার মোঃ রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। কারাবন্দী মান্নানকে রিমান্ড শুনানির জন্য রবিবার আদালতে হাজির করা হলে ওই মামলায় তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

LEAVE A REPLY