ফাইনালে উঠার লড়াইয়ে রাজশাহীকে ১২৬ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বড় স্কোর গড়ার লক্ষ্যে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ বাহিনী।
ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানে পরপর দুই উইকেট রান আউটের শিকার হলে বেকায়দায় পড়ে খুলনা। ভুল বোঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়েন হাসানুজ্জামান (১)। একই ওভারের তৃতীয় বলে আবার রান আউট হন আব্দুল মাজিদ (১১)।
চতুর্থ ওভারে শুভাগত হোমকে ফিরিয়ে দেন ফরহাদ রেজা।
পরে ক্যারিবীয়ান ব্যাটসম্যান নিকোলাস পরান ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
সপ্তম ওভারে আফিফ হোসেনের বলে ফরহাদ রেজার বলে তিনিও আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
১৪তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ২৮ বলে ২২ রান করে সামিত প্যাটেলের বলে নাজমুল ইসলামের হাতে তালুবন্দি হন। একই ওভারে কট বিহাইন্ড হয়ে ক্যাভিন কুপারও বিদায় নেন।
পরের ওভারে উইলিয়ামের বলে ক্যাচ দিয়ে ফিরে যান নাইম ইসলাম জুনিয়র।
শেষদিকে আরিফুল ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোর গড়তে ভূমিকা রাখেন।