শিশুদের চেয়ে বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরের ওজনের চেয়ে ১০ শতাংশ বেশি ওজনের স্কুল ব্যাগ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে ৬ মাসের মধ্যে আইন প্রণয়ণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শিশুদের শরীরের ওজনের চেয়ে বেশি ওজনের স্কুলব্যাগ বহন করা নিয়ে এক রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার এই এই রায় দেন।