৮০০ পর্যটক আটকা পড়েছে আন্দামানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্দামান দ্বীপপুঞ্জে ভারী বর্ষণ ও ঝড়ের কারণে আটকে পড়েছেন ৮০০ পর্যটক। নৌবাহিনী আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে। পর্যটকদের সবচেয়ে বড় দ্বীপ হেভলক থেকে ৪০ কিলোমিটার দূরে রাজধানী পোর্ট ব্লেয়ারে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

ভারী বর্ষণ আন্দামানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ বিত্রা, বঙ্গরাম ও কুম্ভীর হেভলকে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দৃষ্টিনন্দন সৈকতের জন্য পর্যটকদের কাছে আন্দামান অত্যন্ত জনপ্রিয়।

LEAVE A REPLY