জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতার খবর ও মৃত্যুর শোকে ৭৭ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে। একই সঙ্গে নিহতদের পরিবারকে তিন লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে দলটি।
বুধবার এক বিবৃতিতে এইআইএডিএমকে বলেছে, যারা আত্মহুতি দিতে চেয়েছিল তাদেরকে ৫০ হাজার রুপি করে দেয়া হবে।

এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এইআইএডিএম। খবর: দ্য ইকোনমিক টাইমস।

LEAVE A REPLY