পৃথিবীর সবচেয়ে লম্বা নারীরা ! ( ধারাবাহিক-১)

 

লাইফস্টাইল ডেস্ক: আমরা সাধারণত লম্বা ছেলে দেখেই অভ্যস্ত। কিন্তু পৃথিবীতে লম্বা মেয়েদের পরিমাণও কিন্তু কম নয় ।
চলুন আজকে জেনে নেই পৃথিবীর সবচেয়ে লম্বা মহিলারা।

  •  ইয়াও ডেফেন :-
    বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে লম্বা মহিলা হলেন এই ইয়াও ডেফেন।তার উচ্চতা ৭ফুট ৮ ইঞ্চি যা ২৩৩ সে.মি।তার ওজন ২০০ কে.জি।ডেফেনের পিটুইটারি গ্লান্ডে একটি টিউমার আছে যার পার্শ্ব পতিক্রিয়াতেই তিনি এতো লম্বা হয়েছেন।

  • স্যান্ডি অ্যালেন :-
    তালিকায় ২য় স্থানে আছেন স্যান্ডি অ্যালেন।তার উচ্চতা ৭ফুট ৭ইঞ্চি বা ২৩২ সে.মি।১৯৭৬-২০০৮ সাল পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা।কিন্তু ২০০৮ সালে তিনি মারা যাওয়ার পড়ে রেকর্ডটি ভেঙে যায়।

চলবে………

 

 

LEAVE A REPLY