চীন থেকে যে দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ক্রয় করেছে বাংলাদেশ তা অপ্রচলিত বলে জানিয়েছেন এক রাশিয়ান মিলিটারি বিশেষজ্ঞ ৷ তাঁর দাবি সাবমেরিনগুলি ১৯৮০ সালে তৈরি ৷
১৯৯০-২০০০ সালে 035G সাবমেরিনগুলি চীনা সেনারা কমব্যাট ট্রেনিংয়ের জন্য ব্যবহার করেছিল ৷ এইগুলিতে রয়েছে ফ্রান্সের থেকে নকল করা নয়া টর্পেডো ও সোনার স্টেশন ৷ রাশিয়ান এই বিশেষজ্ঞের মতে, তৈরির সময়ই অপ্রচলিত হয়ে পরেছিল সাবমেরিনগুলি ৷ যার কারণেই পরে রাশিয়ার থেকে ১২টি সাবমেরিন ক্রয় করতে হয়েছিল চীনকে৷
বাংলাদেশ নৌসেনার বিশেষজ্ঞদের অজ্ঞতার কারণেই তাদেরকে এই সাবমেরিন বিক্রি করতে পেরেছে চীন বলে দাবী করছেন ওই বিশেষজ্ঞরা৷