স্নিগ্ধা বাউল
এখনো বসে আছি নতুন কিছু শোনার আশায়
অবিনাশী সত্য আজ একবার মুখ থুবড়ে পড়ুক
এতো কাছে বাস করে মৃত্যু !
এতো সত্য তার নখ থাবা !
এ কেমন জারুলের ঝরে পড়া
এ কেন স্তব্ধ আঁধার
আমাদের দিনরাত্রি কারবার সমাবেশ
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড খবর
ঈশ্বরাকাশে আজ আরো শীত নেমে আসুক
অনন্ত নক্ষত্র ঝরে পড়ুক নির্বিকার ভঙ্গিতে
আমি চেয়ে দেখছি এতো অন্ধকার
হৃদয় পেতে রেখেছি কার্ণিশের পাটাতনে
হারিয়ে বুঝে উঠতে পারি অভিমান কারে বলে
একবার অভিমানের অতঃপর ক্লান্তি
এ কেমন অভিমান যার অভিযোগ নেই
করতলে এক বঙ্গপোসাগর গলে যাচ্ছে
হিমালয় নতজানু আজ হৃৎপিণ্ডের কাছে;
কেন এতো জীবনানন্দীয় বিনাশ
এতকাল বেঁচে থাকার গল্প আছে
আরো কিছু দিন ধরে রাখো পৃথিবী তোমার স্তনে
স্তরে স্তরে।