চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, স্বাধীনতার সুফল প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতে ডিপ্লোমা প্রকৌশলীদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রত্যেক্ষ ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে নগরীর আমবাগানস্থ আইডিইবি ভবন চত্বরে চট্টগ্রাম জেলা শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বিগত দিনে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণ করবেন। ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবিসমূহ পূরণে সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম আইডিইবির সভাপতি মুক্তিযোদ্ধা আবু বাছেতের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, সহ-সভাপতি জাফর আহমদ সাদেক, চসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি আইডিইবি ভবন হতে শুরু হয়ে টাইগারপাসসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি ভবনে এসে শেষ হয়।