হাবিপ্রবিতে অর্কের বর্ণাঢ্য ” গাংচিল’১৬ “

রাজীব আহমেদ: গতকাল বুধবার সন্ধ্যায় হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ অর্ক সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, গাংচিল’১৬।

দেশী-বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহনে নাচ-গান, আবৃতি, গীতিনাট্য ও ফ্যাশান-শো-তে মুখরিত ছিলো ভার্সিটির অডিটরিয়াম-১-এর মঞ্চ।

সন্ধ্যা থেকেই কয়েক ঝাঁক সংস্কৃতিপ্রিয় তরুন-তরুনীর সমাগমে কানায় কানায় পূর্ণ ছিলো অডিটরিয়াম-১। প্রায় প্রতিটা পারফর্মেই শিক্ষার্থীদের উত্তেজনাপূর্ণ চিৎকারই জানান দিচ্ছিলো অনুষ্ঠান কতটা জাকজমকপূর্ণ।

অনুষ্ঠানের সূচনাপর্বে উপস্তিত ছিলেন হাবিপ্রবির মাননীয় সাবেক উপাচার্য মোঃ রুহুল আমিনসহ ভার্সিটির সম্মানিত প্রক্টর, বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ এবং শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, অর্ক সাংস্কৃতিক ঐক্য হাবিপ্রবির অন্যতম বৃহত্তর সাংস্কৃতিক জোট। প্রতি বছর এরা “গাংচিল” শিরোনামে প্রোগ্রাম করে থাকে।

LEAVE A REPLY