বিশাল সংগ্রহের পথে ভারত

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের পথে রয়েছে ভারত। তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩৯ রান। ক্রিজে আছেন পূজারা ৪২ রানে ও মূরালি বিজয় ৬৮ রানে।

এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৪০০। জ্যাক বলকে সঙ্গী করে ভারতীয় বোলারদের ভোগালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলার। ৭৬ রানের ইনিংসে দলকে চার শ ছোঁয়ানোর পরই থেমেছেন। দশ নম্বরে নামা বলও করেছেন পরিণত ব্যাটিং। ৬০ বলে ৩১ রানে আউট হওয়ার আগে নবম উইকেটে ৫৪ রান যোগ করেছেন।

তবে দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। তৃতীয় ওভারেই ফিরে গেছেন বেন স্টোকস (৩১)। রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত এক বলে কোহলির তালুবদ্ধ হন। প্রথম ঘণ্টায় স্টোকসকে অনুসরণ করেন ক্রিস ওকস (১১) আর আদিল রশিদও (৪)। ৩৩৪ রানে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন সাড়ে তিন শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। এরপরই আসল বাটলারের দেখা মিলল।

বল আউট হওয়ার পরই নিজের প্রথম ছক্কা মারেন বাটলার। তবে এরপর আর বেশি দূর যেতে পারেননি আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। শেষ উইকেটে ১২ রান করে ৪০০তে থেমেছে ইংল্যান্ড। ১৩৭ বলে ৭৬ রানের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা মেরেছেন বাটলার।

 

LEAVE A REPLY