লাইফস্টাইল ওজুরেক অদ্ভুত নাকের অধিকারী December 9, 2016 Share on Facebook Tweet on Twitter Lifestyle:- বিশ্বের সাড়ে ৭ শ’ কোটি মানুষের মধ্যে সবেচেয়ে লম্বা নাকের অধিকারী তিনি। নাম তার মেহমেদ ওজুরেক। তুরস্কের নাগরিক ওজুরেকের নাক লম্বায় ৮ দশমিক ৮ সেন্টিমিটার বার ৩ দশমিক ৪৬ ইঞ্চি। সম্প্রতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন তিনি।