বিপিএলের সমাপনী আয়োজনে জেমস

বাংলাদেশ প্রিমিয়ার লীগের [বিপিএল] সমাপনী আয়োজনে গাইবেন কণ্ঠশিল্পী জেমস। সঙ্গে থাকবে তার ব্যান্ডদল নগর বাউল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের সমাপনী আয়োজন। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এ প্রসঙ্গে জেমস বলেন, ‘বিপিএলে খেলার পাশাপাশি এর উদ্বোধনী ও সমাপনী আয়োজন নিয়েও দর্শক-শ্রোতার আগ্রহের কমতি নেই। তার প্রমাণ আগেও পেয়েছি। সে হিসেবে এবারের আয়োজন জমকালো হবে বলেই আমার ধারণা। ইচ্ছা আছে, নগর বাউল ও আমার বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে দর্শক মাতিয়ে রাখার।’

আয়োজকরা জানান, খেলায় উৎসবের আমেজ ধরে রাখার জন্য শেষ দিনের আয়োজনে জেমসকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেমসের গানের পাশাপাশি প্রতিটি দলের থিম সংয়ের সঙ্গে থাকছে ২০ জন শিল্পীর নৃত্য পরিবেশনা। শিরোপা জয়ের লড়াইয়ে আজ মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। পুরো অনুষ্ঠান এবং খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

LEAVE A REPLY