Lifestyle :– বিশ্বের সবচেয়ে উঁচু কুকুর ড্যান জিউস মারা গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ বছর বয়সে মারা যায় জিউস।
২০১২ সালে গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে উচ্চতাসম্পন্ন কুকুর হিসেবে নাম লেখায় জিউস। মিশিগানের কেভিন ডোরলাগ ও তার স্ত্রী ডেনসিনের অত্যন্ত প্রিয় কুকুর ছিলো জিউস। সে যখন কারো ঘাড়ে সামনের পা দুটি উঁচু করে দাঁড়াতো তখন তার উচ্চতা হগিয়ে ঠেকতো ৭ ফিট ৪ ইঞ্চিতে। জিউসের মনিব কেভিন ডোরলাগ জানান, পা থেকে কুকুরটির শরীরের উচ্চতা ছিলো ৩ ফুট সাড়ে ৮ ইঞ্চি। পিছনের ২ পায়ে দাঁড়ালে এর উচ্চতা হয় ৭ ফুটেরও বেশি। ৩ বছর বয়সে জিউসের ওজন ছিলো ১৫৫ পাউন্ড। প্রতি ২ সপ্তাহে ৩০ পাউন্ড পরিমাণ খাবার খেতো জিউস। তবে জিউসের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি।
মালিক ডেনসি আরও বলেন, জিউস এত বড় ও উঁচু ছিল যে ছোটরা ওকে ঘোড়া ভাবতো। জিউসের ওজন ছিলো ৭০ কেজি। প্রতিদিন তার খাবার লাগতো সাড়ে ১৩ কেজি। মৃত্যুর পর মালিক কেভিন জিউসকে খুব বেশি মিস করবেন এবং কখনো ভুলবেন না বলে জানান। আগের রেকর্ডটি ছিল জর্জ নামের আরেকটি কুকুরের,যার উচ্চতা ছিল ৭ ফিট ৩ ইঞ্চি। জর্জ ২০১৩ সালে ৮ বছর বয়সে মারা যায়। প্রসঙ্গত, ককুরের স্বাভাবিক জীবনকাল ১০ থেকে ১৩ বছর। আর গড় উচ্চতা ২ ফুট ৪ ইঞ্চি (প্রায়)।