বিনোদন ডেস্ক
কুইন ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন কঙ্গনা। এবার সেই কুইন সিনেমা তামিল ভাষায় তৈরি হচ্ছে। তামিল এই সংস্করণে ‘কুইন’ হবেন তামান্না ভাটিয়া। ছবির তামিল নাম অবশ্য এখনো ঠিক হয়নি। তামান্নার ইচ্ছা, এই ছবির শুটিং শুরুর আগে কঙ্গনার কাছ থেকে অভিনয়বিষয়ক কিছু পরামর্শ নেবেন তিনি, শিখবেন ‘কুইন’ হওয়ার নানা কৌশল।
তামান্না বলেন, ‘কুইন-এর রিমেকে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। কঙ্গনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি আমাদের কোনো দিন কথাও হয়নি। কিন্তু আমি তাঁর অভিনয়ের ভীষণ ভক্ত। কুইন-এর রিমেকে অভিনয় করার আগে কঙ্গনার সঙ্গে দেখা করতে চাই। আশা করি তাঁর কাছ থেকে অভিনয়ের কিছু কৌশল শিখে নিতে পারব।’
তামিল সংস্করণটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রেবতী। টাইমস অব ইন্ডিয়া