চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

বিপিএলের চতুর্থ আসরের শিরোপা জিতল ঢাকা ডায়নামাইটস। শিরোপা নির্ধারণী ম্যাচে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারাল ঢাকা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এভিন লুইসের ৪৫ ও কুমার সাঙ্গাকারার ৪৫ রানে ভর করে ২০ ওভারে ১৫৯ রান সংগ্রহ করে সাকিবের ঢাকা। জবাবে মাত্র ১০৩ রানেই শেষ হয় রাজশাহীর ইনিংস।

বড় সংগ্রহ তাড়া করতে নেমে প্রথমেই হোচট খায় রাজশাহী কিংস। তৃতীয় ওভারে আবু জায়েদ রাহীর বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলের রান তখন ১৫।

এরপর সাব্বির-মমিনুলের ব্যাটে জয়ের কক্ষপথেই ছিল রাজশাহী কিংস। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন এই দুজন। তবে দলীয় ৬২ রানে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। মারুফের দুর্দান্ত থ্রোয়ে আউট হওয়ার আগে ২২ বলে ২৬ রান করেন সাব্বির।

পরের ওভারে মমিনুলও আউট হলে বিপদে পড়ে যায় রাজশাহী। ৩০ বলে ২৭ রান করে সাব্বিরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মমিনুল। ১৩তম ওভারে জেমস ফ্রাঙ্কলিনকে ফিরিয়ে দেন সানজামুল। এরপর ড্যারেন স্যামিকে ফিরিয়ে দিয়ে ডায়নামাইটসকে শিরোপার সুবাস এনে দেন সাকিব আল হাসান।

মিডল অর্ডারের ব্যর্থতার দিনে নিচের দিককার ব্যাটসম্যানরাও কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রানে অলআউট হয় রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৯/৯ (এভিন লুইস ৪৫, কুমার সাঙ্গাকারা ৩৬, ডোয়াইন ব্রাভো ১৩, সাকিব আল হাসান ১২, মেহেদী মারুফ ৮, আন্দ্রে রাসেল ৮;  ফরহাদ রেজা ৩/২৮, কেসরিক উইলিয়ামস ১/৩৬, সামিত প্যাটেল ১/৮, মিরাজ ১/২২, ড্যারেন স্যামি ১/২২, আফিফ ১/২৩)

রাজশাহী কিংস: ১৭.৩ ওভারে ১০৩ (মমিনুল ২৭, সাব্বির ২৬, সামিত প্যাটেল ১৭, ড্যারেন স্যামি ৬, নুরুল হাসান সোহান ৫, ফ্রাঙ্কলিন ৫; আবু জায়েদ রাহী ২/১২, সানজামুল ২/১৭, সাকিব ২/৩০)

ফল: ঢাকা ডায়নামাইটস ৫৬ রানে জয়ী।

LEAVE A REPLY