নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। ছবির নাম ‘ঘুম’। এটি পরিচালনা করবেন কাজী হায়াৎ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি।
এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ। যদিও এ ছবির জন্য এখনও চূড়ান্তভাবে কাউকেই চুক্তিবদ্ধ করা হয়নি। তবে পরিচালক জানিয়েছেন মৌসুমীর সঙ্গে প্রাথমিক কথা চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিবদ্ধ করা হবে তাকে।
জানা গেছে, এ ছবিতে বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির অভিনয় করার কথা ছিল। অবশেষে গল্পের কারণে তাদের বাদ দিয়ে মারুফ এবং মৌসুমীকে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘মূলত গল্পের কারণেই আগে যে শিল্পী দিয়ে কাজ করানোর কথা ছিল তাদের নেয়া হচ্ছে না। কারণ গল্পে যে নারী চরিত্র রয়েছে তার জন্য মৌসুমীই বেশি উপযুক্ত। তাই তাকে নেয়ার চেষ্টা চলছে।’