নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা নিহত ৪৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
বিবিসি বলছে, দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী একটি ব্যস্ত বাজারে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান বলে একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সাত-বছর ধরে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এবং প্রায়ই বোমা হামলা চালিয়ে থাকে।

এই বোমা হামলায় অন্ততপক্ষে ৩৩ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার সা’দ বেলো।

স্থানীয় সরকারের কর্মকর্তা ইউসুফ মুহাম্মাদ বলেন, দুই বোমা হামলাকারী বাজারের শস্য ও পুরনো জামা-কাপড় বিক্রির অংশে গিয়ে তাদের শরীরে বেঁধে রাখা আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটায়।
২০১৫ সালে মাদাগালি শহরটি বোকো হারাম জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়। শহরটি এরআগেও আত্মঘাতী হামলার শিকার হয়েছে।

আঞ্চলিক ওই জঙ্গি গোষ্ঠীটি শহরটিকে ২২ মাস দখল করে রেখেছিল।

LEAVE A REPLY