নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।

শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃংখলা বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ১টার দিকে। বৈঠকে উপস্থিত ছিলেন, চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন (ইসি) সচিব,স্বরাষ্ট্রসচিব, আইজিপি, র‌্যাব ডিজি, এনএসআই ডিজি, এসবি ডিজি, আনসার ডিজিসহ সারা দেশের পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক অবস্থার চেয়েও ভালো। তাই সেনা মোতায়েনের দরকার নেই।’

তিনি জানান, নারায়ণগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এ পরিস্থিতির আরও উন্নতি হবে।

এ সময় রকিবউদ্দিন নির্বাচনী এলাকার বহিরাগত সন্ত্রাসীদের ধরা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি নির্দেশ দেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর।

LEAVE A REPLY