প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসনের পক্ষে দক্ষিণ কোরীয় পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় চাপের মুখে পড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা । গতকাল শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে গিউন-হেকে অপসারণের পক্ষে ২৩৪ ও বিপক্ষে ৫৬ ভোট পড়েছে।
বিভিন্ন কারণে তীব্র সমালোচনার মুখে পড়া গিউন-হের নিজের রাজনৈতিক দলের আইনপ্রণেতারাও তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। পার্লামেন্ট অভিসংশনের পক্ষে ভোট পড়ায় প্রধানমন্ত্রী হওয়াং কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পার্ক গিউন-হে দেশের ‘রাজনৈতিক বিশৃঙ্খলার’ জন্য গতকাল দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সব মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ, আমিই জাতীয় এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছি।’ তিনি আরো বলেছেন, সরকারকে এখন দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় সজাগ থাকতে হবে।
পার্ক গিউন-হে সম্প্রতি একটি রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তাঁর বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠেছে। দুর্নীতিতে পার্কের ‘উল্লেখযোগ্য’ ভূমিকা আছে বলে আদালতে বলেছেন আইনজীবীরা। যদিও পার্ক এসব অভিযোগ অস্বীকার করেছেন। এতে হাজারো ক্ষুব্ধ মানুষ তাঁর পদত্যাগের দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে।

এসব অভিযোগের জেরে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পার্ক জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন না। বিষয়টি তিনি পার্লামেন্টের হাতে ছেড়ে দিয়েছেন।
পার্ক গিউন-হে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি দেশটির সাবেক সামরিক কর্মকর্তা ও প্রেসিডেন্টের মেয়ে।

LEAVE A REPLY