বর্তমান সময়ে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা কেমন এবং ভোট হলে কে এগিয়ে থাকবে-‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের’ এ সংক্রান্ত একটি জরিপ প্রত্যাখ্যান করেছে বিএনপি।
প্রতিষ্ঠানটির জরিপকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, জরিপটি শুধু হাস্যকরই নয়, এটি সত্যের অপলাপ মাত্র। জরিপকারীরা কিভাবে ডাটা, স্ট্যাটিস্টিকস, স্যাম্পলিং, তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছেন তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই।
বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, ধর্মান্ধতা ও উগ্রবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যশনাল নামের জরিপটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এতে বলা হয়-এখন নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ৩৮ ভাগ ও বিএনপি শতকরা ৫ ভাগ ভোট পাবে।
জরিপটি প্রত্যাখান করে রিজভী বলেন, ‘দেশে মানবাধিকার আজ ভুলুন্ঠিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবণতি হয়েছে। দেশজুড়ে চলছে খুনের উৎসব, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, বন্দুকযুদ্ধ-ক্রসফায়ার-বিচারবহির্ভূত হত্যা, একের পর এক গুমের হিড়িক।
সুতরাং অনাচারে লিপ্ত একটি সরকার জনসমর্থনে এগিয়ে থাকবে সেটা শুধু গণতন্ত্রহারা বাংলাদেশী মানুষকে উপহাস করাই নয়, বরং এই জরিপটি যে আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের একটি অংশ তা সহজেই অনুমেয়।’