আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দা মিসতুরা শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করাই এখন সেখানে শান্তি অর্জনের একমাত্র পথ। পূর্ব আলেপ্পোয় যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে সিরিয়ার সেনারা। কিন্তু সেখানে যুদ্ধ এখনো শেষ হয়নি।
আজ শনিবার বিবিসি রেডিও ৪কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ দূত এসব মন্তব্য করেন।
জাতিসংঘের দূত এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন আলেপ্পোর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আজ জেনেভায় এক বৈঠকে মিলিত হচ্ছে। আশা করা যাচ্ছে, দুই পক্ষই সিরিয়ার সাধারণ লোকজনের সুরক্ষার পাশাপাশি আলেপ্পোর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিদ্রোহীদের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে আলোচনা করবে।