ঢাকা ক্লাবসহ দেশের ১৩ অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে হাউজি, ডাইস, তাস ও যেকোনো ধরনের জুয়া খেলায় যে নিষেধাজ্ঞা হাই কোর্ট দিয়েছিল, তা আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
এ বিষয়ে হাই কোর্ট যে রুল জারি করেছিল- ওই আট সপ্তাহের মধ্যে তার নিষ্পত্তি করতে বলা হয়েছে সর্বোচ্চ আদালতের আদেশে।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা ক্লাবের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বিভাগ রোববার এ আদেশ দেয়।
এই আদেশের ফলে ওই ১৩ ক্লাবে হাউজি, ডাইস ও তাস খেলায় আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন এ মামলার একজন আইনজীবী।