ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের কেন আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একইসঙ্গে বুয়েট এবং মেডিকেলের ক্ষেত্রেও এই রুল প্রযোজ্য।
রোববার এক অভিবাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কমরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। পরে আইনজীবী ব্যারিস্টার রেজা মো. সাদেকীন এবং আতিকুর রহমান এই তথ্য জানান।
শিক্ষা সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।