ঢাকা-বরিশাল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ

মাদারীপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারিকরণের দাবিতে রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজকে সরকারিকরণের দাবিতে গত চার দিন যাবত লাগাতার আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে বেলা ১১টার দিকে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভূরঘাটা এসে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে।

এসময় শিক্ষার্থীরা কলেজ সরকারিকরণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এতে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সরকারকে সর্তক করে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে অবরোধ তুলে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দাবি মেনে না নেয়া হলে আগামীতে কঠোর কর্মসূচিসহ ঢাকা-বরিশাল মহাসড়ক অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেয়ার ঘোষণাও দেন তারা।

LEAVE A REPLY