দারুণ জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে জায়াগা করে নিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। নিজেদের মাঠে স্টোক সিটির বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে আর্সেনাল।
রবিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল প্রথমে চাপে পড়ে যায়। স্টোক ২৯ মিনিটে চার্লি অ্যাডামের গোলে এগিয়ে যায় দলটি। তবে ৪২ মিনিটে থিয়াগো ওয়ালকট গোল করলে সমতায় ফেরে গানাররা। পরে ১-১ গোলে সমতা থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির ঠিক পরেই আর্সেনালকে এগিয়ে দেন মেসুত ওজিল। আর ম্যাচের ৭৫ মিনিটে অ্যালেক্স লোবির গোল দারুণ জয় নিশ্চিত হয় আর্সেনালের।
১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা চেলসি সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে।