পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্সের পদায়ন সম্পন্ন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত নার্সরা দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে অস্থায়ী ও পরবর্তীতে স্থায়ী হবেন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অধীনে নিয়োগপ্রাপ্ত এসব সিনিয়র স্টাফ নার্সকে পদায়নের ব্যাপারে গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়।
পদায়নকৃতদের আগামী বৃহস্পতিবারের (১৫ ডিসেম্বর) মধ্যে যোগদান করতে বলা হয়েছে।