রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকা থেকে আজ ভোরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের আনুমানিক বয়স ২৮ বছর হবে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে অন্য কোথায়ও হত্যা করে লাশটি উদ্ধারস্থলে ফেলা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবকের দেহে ধারালো ছুরির আঘাত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।