নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির সঙ্গে আসছে ১৮ ডিসেম্বর বসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৈঠক হবে বঙ্গভবনে।এছাড়া আসছে ২০ ডিসেম্বর জাতীয় পার্টির সঙ্গে, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে ২১ ডিসেম্বর এবং জাসদের সঙ্গে ২২ ডিসেম্বর আলোচনা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণে বিএনপি আগেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উত্থাপিত ১৩ দফা প্রস্তাবের মুদ্রিত কপি ও দলের মহাসচিব স্বাক্ষরিত একটি আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছে।এদিকে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এরপর যে নতুন কমিশন দায়িত্ব নেবে, তাদের অধীনেই ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
আগের মতোই নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন কীভাবে নির্বাচন কমিশন গঠন করবেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের দু’দিন পর বিএনপি নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দেয়।