রাজারহাটে শিশু পাচার প্রতিরোধে দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ

মো.মাহবুব আলম
কুড়িগ্রাম: রাজারহাটে শিশু পাচার প্রতিরোধে উপজেলার কর্মরত সংবাদ কর্মীদের অংশ গ্রহণে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজারহাট প্রেসক্লাবে সোস্যাল এন্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম-সিপ ও টেরে দেস হোম্স নেদারল্যান্ড্স-এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এস.এ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন -সিপ-এর পরিচালক-পরিবীক্ষন ও মূল্যায়ন মো. জাহিদ হোসেন, সলিডারিটি কুড়িগ্রামের প্রোগ্রাম অফিসার সিসিলিয়া ঢাকী, উন্নয়ন কর্মী হালিমা আক্তার, কুড়িগ্রামের বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ।

প্রশিক্ষণ শেষে শিশু পাচার প্রতিরোধ বিষয়ক করণীয় নিয়ে প্রেস ব্রিফিং করেন-সিপ পরিচালক-পরিবীক্ষণ ও মূল্যায়ন মো. জাহিদ হোসেন।

LEAVE A REPLY