Lifestyle :- যদি আপনার পিঠ কিংবা এমন কোন স্থানে চুলকায় যেখানে সহজে হাত পৌছাবে না তবে কেমন লাগে? এ ক্ষেত্রে হয়তো হাতের আঙ্গুল কিংবা পকেটে থাকা কলমটার সাহায্য নিবেন তড়িঘড়ি।
কিন্তু চিন্তা করেন হঠাৎ করেই যদি একটি হাতি তার পেটে চুলকানি অনুভব করে তখন তার কি করার থাকবে।
হাতির পেট চুলকানোর জন্য যথাপোযুক্ত কোনো ব্যবস্থা আদৌ আছে কি?
গাড়ি দিয়ে হাতির পেট চুলকানো মানুষ হাতির বিষয়টি না ভাবলেও হাতি কিন্তু ঠিকই নিজের জন্য ব্যবস্থা করে নিয়েছে।
বুধবার একটি হাতি তার পেটে চুলকানি অনুভব করে। এ সময় রাস্তার সামনে দিয়ে যাওয়া কারের ছাদকেই বেছে নিয়েছে পেট চুলকানোর হাতিয়ার হিসেবে। ভক্সওয়াগনের ওই গাড়িটিকে চার পায়ের ফাঁকে রেখে পেট চুলকানোর কাজে ব্যবহার করেছে বেরসিক হাতিটি।
এ সময় গাড়িটির ভেতরে থাকা দুই আরোহী খুব ভয় পেলেও শেষ পর্যন্ত তাদের কোনো ক্ষতি হয়নি।