ঘূর্ণিঝড়ের আঘাতে চেন্নাইয়ে প্রাণহানি ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তামিলনাড়– রাজ্যের রাজধানীতে ঘূর্ণিঝড় ভারদার আঘাতে কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। তাদের বেশিরভাগই গাছাপাল ভেঙে পড়ে মারা গেছে। এছাড়া বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার ঘন্টায় কমপক্ষে ১৪০ কি.মি. বেগে এখানে ঘূর্ণিঝড় ভারদা আঘাত হানে।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে চেন্নাইতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হল ভারদা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র অভিষেক শানদিয়াল মঙ্গলবার বলেন, এ পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে ১৮ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, ভারদ এখন ক্রমেই দুর্বল হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বেশ কয়েকটি গাড়ি উল্টে গেছে। গত বছর চেন্নাইতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৫০ জনের প্রাণহানি ঘটেছিল।

ভারদার প্রভাবে চেন্নাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১২ ঘন্টা বন্ধ ছিল। তবে মঙ্গলবার এর কার্যক্রম পুনরায় শুরু হয়। ট্রেন চলাচলও আংশিকভাবে চালু হয়েছে।
সূত্র: বাসস

LEAVE A REPLY