নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প বসিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিডনিতে চলা কন্ডিশনিং ক্যাম্পের মাঝে দুটি টি–টুয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। যার প্রথমটি মাঠে গড়াবে বুধবার দুপুরে। বাংলাদেশ সময় দুপুর একটায় টি–টুয়েন্টি ফরম্যাটের এই প্রস্তুতি ম্যাচে মাশরাফির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স।
বিগ ব্যাশেরই আরেক দল বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষে আগামী শুক্রবার পরের প্রস্তুতি ম্যাচটি খেলবে টাইগাররা। সেই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। ম্যাচে খেলবেন ব্র্যাড হাডিন ও ইয়োহান বোথার মত তারকারা।
উল্লেখ্য, অজিদের মাটিতে প্রস্তুতি সেরে আগামী ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে টাইগার দল। সেখানে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ। এই সফরে ৩ ওয়ানডে, ৩ টি–টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।