Lifestyle : শীত আসতেই বাজারে ভরে উঠেছে কমলা লেবু। এই কয়েক মাসই তো চুটিয়ে লেবু খাওয়ার সময়। প্রতি দিন ডায়েটে একটা করে লেবু তো অবশ্যই রাখুন। তা ছাড়াও ফ্রুট স্যালাড, ক্ষীর কমলা, মার্মালেড, জ্যাম আরও কত কিছু যে বানানো যায় কমলা লেবু দিয়ে। তবে খোসাগুলো ফেলে দেবেন না যেন। জেনে নিন কত কাজে লাগাতে পারেন কমলা লেবুর খোসা।
১।
কমলা লেবুর খোসা সরু সরু স্ট্রিপে কেটে চায়ের সঙ্গে ফুটিয়ে খেতে পারেন। অ্যান্টি অক্সিড্যান্ট হিসেবে ভাল কাজ করে।
২।
জামা, জুতো বা ড্রয়ার। যে কোনও কিছুর ভ্যাপসা গন্ধ দূর করতে মসলিন কাপড়ে মুড়ে বা খোলা কমলা লেবুর খোসা রেখে দিন।
৩।
শুকনো ফুলের পাঁপড়ি, ল্যাভেন্ডার বা ক্যামোমাইলের সঙ্গে কমলা লেবুর শুকনো খোসা মিশিয়ে বানিয়ে নিতে পারেন পটপৌরি। স্ট্রেস কাটানোর জন্য এই পটপৌরি ঘরে রাখতে পারেন।
৪।
স্নানের জলে কমলা লেবুর খোসা মেশান। এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল ত্বকেরও যত্ন নেবে, ফ্রেশ লাগবে নিজেকে।
৫।
কমলা লেবুর শুকনো খোসা, নারকেল তেল ও চিনি মিশিয়ে তৈরি করে নিন বডি স্ক্রাব। এই স্ক্রাব শীত কালে ত্বক এক্সফোলিয়েট করে উজ্জ্বল করতে সাহায্য করে।