হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান, মঙ্গলবার গভীর রাতে ওই চার জনের বিরুদ্ধে মামলা করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার ফরাশগঞ্জ এলাকার বুড়িগঙ্গায় একটি নৌকায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ নৌ পুলিশ তাদের আটক করে বলে জানান সামসুল।
এরা হলেন- মো. শাহজাহান (৫৫), মো. মশিউর রহমান (৫০), মো. আতিয়ার রহমান (৪২) ও মো. রহিম (৩৫)।
এসআই সামসুল বলেন, আটকরা যাত্রীবেশে বিভিন্ন নৌযানে ডাকাতি চালিয়ে আসছিলেন।
“মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ধারালো ছুরি ও দুটি লাঠিসহ তাদের আটক করা হয়।”