জাবিতে প্রথমবর্ষের ভর্তি শুরু ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরুর নতুন সময়সূচি ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। ভর্তি কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির জরুরি সভায় ‘বিভাগ উন্নয়ন ফি’ বহাল রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আন্দোলনকারীরা ১৫ ডিসেম্বর হতে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর উপাচার্য ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির জরুরি সভায় ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা এবং ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ৮ ডিসেম্বর হতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২ হাজার ৩০ জন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ঐদিন ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী ব্যাংক অবরোধ করে। তাদের অবরোধের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম সাময়িক স্থগিত করে। তবে দাবি আদায় না হওয়ায় গত ১২ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা ১৫ ডিসেম্বর থেকে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেয়।

LEAVE A REPLY